Wire gauge SWG, AWG & Wire সাইজ ৩/২০, ৩/২২ মানে কি?


Wire gauge SWG, AWG কি?

 উত্তরঃ
SWG এটা হল তারের সাইজ মাপার একটা ব্রিটিশ পদ্ধতি এর পূর্ণ নামStandard Wire Gauge এর রেঞ্জ হল / থেকে ৫০ পর্যন্ত। / তার সবচেয়ে মোটা এবং ৫০ তার সবচেয়ে চিকন। / এর ডায়ামিটার হল ১২. mm এবং ৫০ এর ডায়ামিটার হল .০০১০ mm AWG এর পূর্ণ নামAmerican wire gauge (AWG) এর রেঞ্জ ০০০০(/) থেকে ৪০ পর্যন্ত। ০০০০(/) তার সবচেয়ে মোটা এবং ৪০ তার সবচেয়ে চিকন। ০০০(/০০) এর ডায়ামিটার হল ১১.৬৮৪ mm এবং ৪০ এর ডায়ামিটার হল .০০৩১৪ mm ওয়্যার গেজ স্টীল প্লেট দ্বারা তৈরি করা হয়। এর মধ্য বিভিন্ন রকম ছিদ্র থাকে।এ ছিদ্রের মধ্যে স্লট কাটা থাকে। প্রত্যেকটি স্লট এর পাশে গেজ নাম্বার লেখা থাকে। যে তারের গেজ নং বের করতে হবে তার তা সহজে গেজ এর মধ্যেয় প্রবেশ বা বের হতে পারে। সেই স্লটই গেজ নাম্বার ধরা হয়। গেজ নাম্বার যত বেশি হবে তার তত চিকন হবে।আবার গেজ নাম্বার যত কম হবে তার তত মোটা হবে। মাইক্রোমিটার এর সাহায্যেও তারের সাইজ সুক্ষভাবে মাপা যায়।



 

Wire সাইজ /২০, /২২ মানে কি? 


 উত্তরঃ
Wire সাইজ /২০ হল SWG অর্থাৎ ব্রিটিশ ওয়্যার গেজ সিস্টেম। এটা একটা সিঙ্গেল কোর ক্যাবল এর তিনটি strand বা খেই আছে এবং প্রত্যেকটা খেই ২০ গেজ। একে অনেক সময় /.০৩৬ লেখা হয়। এখানে ২০ SWG গেজে আছে এবং .০৩৬ ইঞ্চিতে আছে। /২২ বা / .২৯ এর মানে একটি কোরের মধ্যে তিনটি স্ট্রেন্ড আছে এবং প্রত্যেকটি খেই এর ডায়ামিটার .২৯ ইঞ্চি অথবা ২২ SWG Gage.
/২২ থেকে কিভাবে RM-নেয়া যায় অথবা পরিবর্তন করা যায় তা Next Topics পাবেন।

  সবাইকে ধন্যবাদ।
 ...... লেখা চলতে থাকবে, পরবর্তী Topic এর জন্য 1N1 Tech এর সাথে যুক্ত থাকুন।

Comments