উত্তরঃ
তারের সাইজ যদি ৩/২২ হয় তার মানে এর মধ্যে তিনটি খেই আছে এবং এর প্রত্যেকটি খেই এর গেজ নাম্বার হল ২২। ২২ গেজ এর তারের মিলিমিটারে হয় ০.৭৩৭ মিমি. এবং ইঞ্চিতে হয় ০.০২৯ ইঞ্চি।
আর এটা হল ডায়ামিটার ।
তারের ক্ষেত্রফলের সুত্র 3.1416 D^2/4. এখানে 3.1416 পাই, D-ডায়ামিটার।
একটি খেইয়ের ক্ষেত্রফল ৩.১৪১৬X(০.৭৩৭)^2/4=0.৪২৬৬ বর্গমিমি।
তিনটি খেইয়ের ক্ষেত্রফল ৩X০.৪২৬৬=১.২৭৯ বা ১.৩ বর্গমিমি।
কিন্তু তারের গায়ে ১.৩ RM লেখা থাকে। এখানে RM মানে একক না। এটা তারের ধরন, এর মানে Rounded Multistrand তার। একের অধিক গোলাকার খেই দিয়া তৈরি। যেখানে RM লেখা থাকে তার মানেmm2.
২। বহুল ব্যবহৃত তারের SWG, inch, mm মান কি কি?
উত্তরঃ
তারের খেই সংখ্যা ওSWG, Inch and MM value দেওয়া হলঃ
Gage>inch>mm
1. 1/18>1/.044>1/1.12
2. 3/22>3/0.029>3/0.74
3. 3/20>3/0.036>3/0.91
4. 7/22>7/0.029>7/0.74
5. 7/20>7/0.036>7/0.91
6. 7/18>7/0.044>7/0.1.12
7. 7/17>7/0.052>7/0.1.32
8. 7/16>7/0.064>7/0.1.63
সবাইকে ধন্যবাদ
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box.