PLC এর সাইজ এবং সাইজ অনুসারে ইনপুট/ আউটপুট এর সংখ্যা



PLC এর সাইজগুলো কি কি? 

উত্তরঃ
 PLC এর প্রস্তুতকারকরা পাঁচ ধরনের সাইজের পিএলসি সাধারণত অফার করে থাকে

ন্যানো পিএলসি
মাইক্রো পিএলসি
স্মল পিএলসি
মিডিয়াম পিএলসি
লারজ পিএলসি




 

PLC এর সাইজ অনুসারে ইনপুট/ আউটপুট এর সংখ্যা কত?

উত্তরঃ
 Nano PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা সর্বোচ্চ্য ১৬ হতে পারে।Nano PLC ( Upto 16 Input /Output Points) Micro PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা ১৬ থেকে ৬৪ মধ্যে হবে।Micro PLC (more than16 I/O points, up to 64 I/O points)Small PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা সর্বোচ্চ্য ৯৬০ হতে পারে।Small PLC (up to 960 I/O points)Medium PLC গুলো কয়েকটা সিস্টেমকে কন্ট্রোল করে থাকে। এর ইনপুট আউটপুট সংখ্যা ৯৬০ এর বেশি হবে Medium PLC (multitasking - control of several processes)Large PLC কয়েকটা পিএলসিকে কন্ট্রোল করে থাকে মানে টোটাল সিস্টেমের কন্ট্রোলের সাথে সাথে ম্যানেজমেন্টও করে থাকে।Large PLC (control management of several PLCs)



সবাইকে ধন্যবাদ
......
লেখা চলতে থাকবে, পরবর্তী Topic এরজন্য 1N1 Tech এরসাথে যুক্ত থাকুন।



Comments