১। PLC এর সাইজগুলো কি কি?
উত্তরঃ
PLC এর প্রস্তুতকারকরা পাঁচ ধরনের সাইজের পিএলসি সাধারণত অফার করে থাকে
২। PLC এর সাইজ অনুসারে ইনপুট/ আউটপুট এর সংখ্যা কত?
উত্তরঃ
১।Nano PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা সর্বোচ্চ্য ১৬ হতে পারে।Nano PLC ( Upto 16 Input /Output Points) ২।Micro PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা ১৬ থেকে ৬৪ মধ্যে হবে।Micro PLC (more than16 I/O points, up to 64 I/O points)৩।Small PLC এর টোটাল ইনপুট আউটপুট সংখ্যা সর্বোচ্চ্য ৯৬০ হতে পারে।Small PLC (up to 960 I/O points)৪।Medium PLC গুলো কয়েকটা সিস্টেমকে কন্ট্রোল করে থাকে। এর ইনপুট আউটপুট সংখ্যা ৯৬০ এর বেশি হবে ।Medium PLC (multitasking - control of several processes)৫।Large PLC কয়েকটা পিএলসিকে কন্ট্রোল করে থাকে মানে টোটাল সিস্টেমের কন্ট্রোলের সাথে সাথে ম্যানেজমেন্টও করে থাকে।Large PLC (control management of several PLCs)
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box.