১। PLC এর ইতিহাসটা কিভাবে শুরু হয়েছিল?
উত্তরঃ
একটি সুন্দর দিনে Richard E. Morley নামের এক সুদর্শন ভদ্র লোক অনেকগুলো US কার কম্পানিকে Modular Digital Controller (MODICON) এর জন্য প্রস্তাব করল। এই লোক Bedford Associates (Bedford, MA) involved in the automotive industry তে চাকরি করতেন। এরপর থেকে বিভিন্ন consultation শুরু করলেন। General Electric Company এর একটি প্রজেক্টের কাজ শুরু করলেন। অবশেষে ১৯৬৯ সালে সর্ব প্রথম MODICON PLC এর জন্ম নিল।Dick Morley প্রথম PLC আবিষ্কার করলেন এবং মডেল ছিল ০৮৪।
২। PLC কি কি অংশ নিয়ে গঠিত?
উত্তরঃ
PLC যে অংশগুলো নিয়া গঠিত তা নিচে দেওয়া হল।
ক) পাওয়ার সাপ্লাই
খ) ইনপুট গ) আউটপুট
ঘ) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিউ)ঙ) মেমোরি (RAM, ROM)
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box.