PLC এর গঠন এবং ইতিহাস


PLC এর ইতিহাসটা কিভাবে শুরু হয়েছিল


  উত্তরঃ
 একটি সুন্দর দিনে Richard E. Morley নামের এক সুদর্শন ভদ্র লোক অনেকগুলো US কার কম্পানিকে Modular Digital Controller (MODICON) এর জন্য প্রস্তাব করল। এই লোক Bedford Associates (Bedford, MA) involved in the automotive industry তে চাকরি করতেন। এরপর থেকে বিভিন্ন consultation শুরু করলেন। General Electric Company  এর একটি প্রজেক্টের কাজ শুরু করলেন। অবশেষে ১৯৬৯ সালে সর্ব প্রথম MODICON PLC এর জন্ম নিল।Dick Morley প্রথম PLC আবিষ্কার করলেন এবং মডেল ছিল ০৮৪


PLC কি কি অংশ নিয়ে গঠিত

 উত্তরঃ
PLC যে অংশগুলো নিয়া গঠিত তা নিচে দেওয়া হল।
) পাওয়ার সাপ্লাই
) ইনপুট ) আউটপুট
) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিউ)) মেমোরি (RAM, ROM)


সবাইকে ধন্যবাদ
...... লেখা চলতে থাকবে, পরবর্তী Topic এরজন্য 1N1 Tech এরসাথে যুক্ত থাকুন।

Comments