PLC এর এনালগ সিগন্যালের রেঞ্জ এবং কাজ


PLC কি ভাবে তার সম্পূর্ণ কাজ করে?


 উত্তরঃ
 PLCএর মধ্যে ইনপুট, আউটপুট টার্মিনাল থাকে। প্রথমে ফিল্ডের বিভিন্ন ডিভাইস থেকে সিগন্যাল ইনপুট ইন্টারফেজের মাধ্যমে PLC তে ঢুকে। অরিজিনাল সিগন্যাল অপ্টকাপ্লার এর মাধ্যমে পরিবর্তন হয়ে মেমরিতে যায়। মাইক্রোপ্রসেসর মেমরি থেকে ইনপুট সিগনালটাকে রিড করে। আমরা যে প্রোগ্রামটা PLC তে লোড দিয়া থাকি তা মেমরিতে থাকে। মাইক্রোপ্রসেসর সবসময় প্রোগ্রামটাকে SCAN করতে থাকে। ইনপুট সিগন্যালকে প্রোগ্রামের সাথে মিলায়। তারপর নতুন আউটপুট তৈরি করে এবং তা মেমরিতে স্টোর করে। অপ্টকাপ্লার সার্কিটের মাধ্যমে আউটপুট টার্মিনালে যায়। টার্মিনাল থেকে ফাইনালি ফিল্ড ডিভাইসে যায়। এভাবে সিস্টেমকে কন্ট্রোল করে। (সংক্ষেপে বর্ণনা করা হল




। PLC এর এনালগ সিগন্যালের রেঞ্জ কত?

 উত্তরঃ
 সাধারণত PLC-তে নিচের এনালগ সিগন্যালগুলো ব্যবহার করা হয়
Analog Signal:
1) 0 to 10 VDC
2) 0 to 20mA
3) 4 to 20mA


সবাইকে ধন্যবাদ

...... লেখা চলতে থাকবে, পরবর্তী Topic এরজন্য 1N1 Tech এরসাথে যুক্ত থাকুন।

Comments