S7 1200 মডেলের PLC এর একটি বাস্তব কানেকশন ডায়াগ্রাম দেওয়া হল :
PLC-তে মোটরের ডোল সার্কিটের প্রোগ্রামটা কি হতে পারে?
উত্তরঃ
এর জন্য কম পক্ষে একটি স্টার্ট সুইচ, স্টপ সুইচ, ওভারলোড, একটি ইমারজেনচি সুইচ, একটি ম্যাগনেটিক কন্টাক্টর লাগবে।এগুলো দিয়া একটি ডল সার্কিট বানাতে হবে এবং উপরে বর্ণিত ডিভাইচ গূলো পি এল সি এর সাথে কানেক্ট করতে হবে।PLC এর মধ্যে ছবির প্রোগ্রামটা ডাওনলোড দিতে হবে। আসা করি সব ঠিক থাকলে সিস্টেম চলতে সমস্যা হবে না।
সবাইকে ধন্যবাদ
...... লেখা চলতে থাকবে, পরবর্তী Topic এরজন্য 1N1 Tech এরসাথে যুক্ত থাকুন।
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box.