১। তারের সাইজ বা এর কভারের লেখা দিয়া কি বুঝায়?
উত্তরঃ
তারের সাইজ না জানা থাকলে ইলেকট্রিক্যালের কাজ করা বিপজ্জনক । এর জন্য ইলেকট্রিক কাজের ব্যাঘাত ঘটতে পারে। তারের সাইজ(S.W.G মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ) গেজ নম্বরের সাহায্যে প্রকাশ করা হয়।
যেমনঃ
৩/২২”, ৭/২২”।1x3x.029 এর মানে হল ১ কোর ৩ খেই বিশিষ্ট প্রতিটি খেইয়ের ডায়ামিটার0.029। অনুরুপ ভাবে1x1/1.80 মিমি বলতে বোঝায় ১ কোর ১ খেই বিশিষ্ট প্রতি খেইয়ের ডায়ামিটার1.80 মিমি। বাড়িঘর তারের সাইজ হল ১ বর্গ মিলিমিটার, ১.৫ বর্গ মিলিমিটার, ২.৫ বর্গ মিলিমিটার, ৪ বর্গ মিলিমিটার এবংSWG no ৩/২২, ৩/২০, ৭/১৮, ৭/২০, ৭/২২ ইত্যাদি।
২। তার ও ক্যাবলের কোড গুলোর মানে কি?
উত্তরঃ
তারের গায়ের RE বলতে বুঝায় সিঙ্গেল নিরেট তার যার প্রস্তছেদ গোলাকার আকৃতি।RM বলতে বুঝায় বহু খেই বিশিষ্ট তার যার প্রস্তছেদ গোলাকার আকৃতি। SM বলতে বুঝায় বহু খেই বিশিষ্ট তার যার প্রস্তছেদ সেক্টর আকৃতি।
Code No Meaning:
NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।
NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।
BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।
IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।
IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
সবাইকে ধন্যবাদ
NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।
NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।
BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।
IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।
IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
সবাইকে ধন্যবাদ
Comments
Post a Comment
Please do not enter any spam link in the comment box.